• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়নে বেড়েছে  চুরির হিড়িক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম;
লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়নে বেড়েছে  চুরির হিড়িক
লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়নে বেড়েছে  চুরির হিড়িক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে দিন দিন বাড়ছে চুরির ঘটনা। বিশেষ করে গরু চুরির ঘটনায় আতংকিত স্থানীয়রা। এছাড়া সিএনজি চুরি, অটোরিকশার ব্যাটারি চুরি, সিদ কেটে বসত ঘরে চুরির ঘটনা ঘটছে অহরহ। তবে সম্প্রতি পুলিশের তৎপরতায় চুরি কিছুটা কমলেও চোরেরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাশালীদের চ.

ছত্রছায়ায় এসব অপকর্ম করে বেড়াচ্ছে চোররা । .

 .

চর রমনী মোহন ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের সিএনজি চালক বেলাল হোসেন বলেন, গত মাসের ১৫তারিখে বাড়ি থেকে তার সিএনজি চুরি হয়। পরে চর রমনী মোহন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই কামাল উদ্দিনের তৎপরতা ও আন্তরিকতায় ৮দিন পর কচুয়া থানা থেকে সিএনজি উদ্ধার করা হয়।.

 .

একই গ্রামের মোঃ খোকন হোসেন বলেন, আমাদের প্রায় ১লাখ টাকা দামের একটি গরু চুরি হয়েছে। এছাড়া আমাদের ঘরে সিধ কেটে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে চোরের দল। এখনও আমাদের গরু উদ্ধার হয় নি।.

 .

অটোরিকশা চালক হেলাল বলেন, আমাদের দুটি গরু চুরি হয়েছে। এছাড়া আমার অটোর ব্যাটারি চুরি হয়েছে।.

 .

করাতিরহাটের ব্যবসায়ী সেলিম মীর বলেন, আমাদের এলাকা সম্প্রতি চুরি বাড়লেও পুলিশের তৎপরতায় এখন কিছুটা কম আছে। এ এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য আন্তরিকতা দিয়ে কাজ করছেন। তবে কিছু প্রভাবশালীদের কারনে চুরির বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারছি না।.

 .

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেঘনা তীরবর্তী এলাকা হওয়ায় চর রমনী মোহন ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে সহজেই চুরি সংঘটিত হয়। তবে এ চুরির বিষয়ে ঘুরে ফিরে উত্তর চর রমনী মোহন গ্রামের বশির মোল্লার ছেলে সাইজ উদ্দিনের নাম উঠে আসে। যদিও প্রভাবশালীদের চত্রছায়ায় সে এখনও ধরাছোঁয়ার বাইরে।.

 .

স্থানীয় ইউপি সদস্য কামরুল সরকার বলেন, চুরি ঠেকাতে আমরা সমাজের গন্যমান্য ব্যক্তি ও যুব সমাজকে নিয়ে নিয়মিত সতর্ক অবস্থানে রয়েছি। এছাড়া আমাদের ইউনিয়নে পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই কামাল উদ্দিনও নিয়মিত টহল দিচ্ছেন। তিনিও চোর ধরতে ও ঠেকাতে তৎপর। ইদানীং পুলিশের তৎপরতায় কিছুটা চুরি কমেছে। তারপরও চোরের দল সুযোগ খুঁচ্ছে।.

 .

চর রমনী মোহন ইউনিয়নে পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই কামাল উদ্দিন বলেন, চুরি ঠেকাতে আমরা তৎপর রয়েছি। নিয়মিত টহলও দিচ্ছি। স্থানীয়রাও আমাদের সহযোগিতা করছেন। তারপরও আমাদের অগোচরে দুই একটি ঘটনা ঘটছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ